গ্রাম আদালতের সিদ্ধান্তের চুড়ান্ত প্রকৃতিঃ গ্রাম আদালত সিদ্ধান্ত যদি সর্বসম্মাতক্রমে অথবা চার বনাম এক সংখ্যাধিক্যে গ্রহন করা হয়, সেক্ষেত্রে উক্ত সিদ্ধান্ত পক্ষগণের উপর বাধ্যতামূলক হবে এবং বিধান অনুসারে বলবৎযোগ্য হবে।
গ্রাম আদালত অবমাননাঃ কোন ব্যক্তি আদালত চলাকালে আদালত বা আদালতের কোন সদস্যের প্রতি অবমাননা প্রদর্শন করলে অথবা দলিল উপস্থাপন করতে ব্যার্থ হলে অথবা আদালতের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে অথবা শপথ গ্রহণে অস্বীকার করলে অথবা নিজের প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর দিতে অস্বীকার করলে আদালত অবমাননার দোষে দোষী সাব্যস্ত হবে । উল্লেক্ষিত ক্ষেত্রে দোষী ব্যক্তিকে গ্রাম আদালত অনুর্ধ্ব পাচশত টাকা জরিমানা দন্ডে দন্ডিত করতে পারবেন । (ধারা-১১)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস