বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৬ আগষ্ট ২০১৭ তারিখে প্রাকৃতিক দূর্যোগ প্রশমনকল্পে বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ৯০ টি গ্রামীণ রাস্তায় একযোগে ৫০০০০ তাল চারা রোপন করা হয়।
এ তালচারা রোপন কর্মসূচির উদ্বোধনস্থল চর- আইচা মোল্লা সড়ক ও এর আশপাশে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন বি.ডি. ক্লিন, বরিশাল এর একঝাঁক উদীয়মান কর্মীরা তালচারা রোপনের দায়িত্ব নেয় এবং শতভাগ সফল হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেহানা বেগম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, জনাব শাহনেওয়াজ শাহিন, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, মুনওয়ারুল ইসলাম অলি, সদস্য বরিশাল জেলা পরিষদ, আমিনুল ইসলাম আল-আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান চরকাউয়া ইউনিয়ন পরিষদ, মোঃ সাইদুল আলম লিটন, ইউপি সদস্য, ৬ নং ওয়ার্ড, চরকাউয়া ইউনিয়ন, এনডিসি নাহিদুল করিম সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় জনগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস